রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কালিয়াকৈরে বাসচাপায় নারীর মৃত্যু 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে বাসচাপায় নারীর মৃত্যু 

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোত্তাকিম পরিবহন নামে দুটি যাত্রীবাহী মিনিবাসের রেষারেষিতে রোকসানা আক্তার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার হিজলতলী বংশাই ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত রোকসানা আক্তার গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন ছোট ছাত্রাগাছা গ্রামের ওসমান শেখের মেয়ে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলা সদরের বংশাই সেতু পার হচ্ছিলেন রোকসানা আক্তার। এ সময় টাঙ্গাইলগামী মোত্তাসিম পরিবহন নামে দুটি যাত্রীবাহী মিনিবাস সড়কে রেষারেষি করে একটি বাস ওই নারীকে চাপা দেয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। 

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নারীর পরিচয় পাওয়া গেছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।

টিএইচ